× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দাবানলে ক্ষতিগ্রস্তদের আড়াই মিলিয়ন ডলার সহায়তা দিলেন বিয়ন্সে

বিনোদন ডেস্ক।

১৪ জানুয়ারি ২০২৫, ২০:৫৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের ওয়েস্টকোস্টে অবস্থিত ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলসে ভয়াবহ দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে শত শত ঘরবাড়ি। সব হারিয়ে নিঃস্ব হয়ে রাস্তায় ঘুরছেন লাখ মানুষ। এখন পর্যন্ত ভয়াবহ এই দাবানলে এক হলিউড অভিনেতা সহ ২৪ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

দাবানলের এই আঁচে ক্ষতিগ্রস্তদের জন্য সাহায্যের হাত বাড়িয়েছেন অনেকে। তাদের মধ্যে একজন মার্কিন পপ তারকা বিয়ন্সে। সম্প্রতি তার এক দাতব্য সংস্থার পক্ষ থেকে মোটা অঙ্কের সহায়তার কথা জানিয়েছেন তিনি।

সংবাদমাধ্যম এপির খবর অনুযায়ী, বিয়ন্সে তার সেই সংস্থা থেকে 'লস অ্যাঞ্জেলেস ফায়ার রিলিফ ফান্ড' আড়াই মিলিয়ন ডলার অনুদান দিয়েছেন। গত রোববার এক ইনস্টাগ্রাম পোস্টে বিষয়টি নিশ্চিত করে বিয়ন্সের দাতব্য সংস্থা 'বিয়গুড'

বিয়গুড এক বিবৃতিতে জানায়, এই দাবানলে যারা বাড়িঘর হারিয়েছে, তাদের জরুরি সহায়তার জন্যই এই অর্থ; যা বিভিন্ন গির্জা কমিউনিটি সেন্টারগুলোর মাধ্যমে এই সহায়তা গ্রহণ করা যাবে।

বিয়ন্সে ছাড়াও বিপর্যস্ত মানুষের সহায়তায় এগিয়ে এসেছেন জেমি লি কার্টিস, তিনি ১০ লাখ ডলার অনুদান দিয়েছেন। অন্য তারকারাও বিভিন্নভাবে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন।

এছাড়াও ওয়ার্নার মিউজিক অ্যান্ড ব্লাভান্টিক ফাউন্ডেশন থেকেও ১০ লাখ ডলার সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে। নেটফ্লিক্স এবং কমকাস্ট এনবিসিইউনিভার্সাল- দাবানলের শিকারদের সহায়তা হিসেবে ১০ মিলিয়ন ডলার অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.